সর্বশেষ

» কানাইঘাটে আলমাছ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২১ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি:
আলমাছ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা আজ রবিবার বিকেল ৪টায় কানাইঘাট চতুল বাজার সংলগ্ন দূর্গাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। চতুল ইয়াং ষ্টার প্রগ্রেসিভ ক্লাবের আয়োজনে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির। খেলা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ক্রীড়া সংগঠক জাহেদুল ইসলাম রুবেল এর পরিচালনায় খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য যুব ও ক্রীড়া সংগঠক মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, আলমাছ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্টপোষক জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক তমিজ উদ্দির মেম্বার, মুুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, মীর আব্দুল্লাহ, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি মুবশি^র আলী চাচাই, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, ইবাল আহমদ, জেলা যুবলীগ নেতা হান্নান ইবনে সাজু, উপজেলা যুবলীগের আহŸায় এনামুল হক সহ টুর্নামেন্ট কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে গুয়াবাড়ী জৈন্তাপুর ফুটবল একাদ্বশকে ৬-৫ গোলে হারায় জৈন্তাপুর পূর্ব সরুখেল ফুটবল একাদ্বশ। উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন খেলা-ধুলা আমাদের হচ্ছে গ্রামীন সাংস্কৃতিক অংশ আর ফুটবল খেলা হচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। সরকার গ্রামীন অঞ্চলে খেলা ধুলার উন্নয়নে উপজেলা পর্যায়ে অনেক মিনি ষ্টেডিয়াম নির্মান করছে। তিনি জেলা পরিষদ সদস্য টুর্নামেন্টের পৃষ্ট পোষক আলমাছ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন এধরনের টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে কানাইঘাটের ফুটবল অঙ্গন অনেকটা এগিয়ে যাবে। টুর্নামেন্টের উদ্বোধক মস্তাক আহমদ পলাশ বলেন ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের টিআর কাবিকার আওতায় বিভিন্ন ইউনিয়নের ৬টি মিনি ষ্টেডিয়ামের কাজ এগিয়ে যাচ্ছে উপজেলা পর্যায়ের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ফুটবল সহ অন্যান্য খেলা ধুলা অনেকটা এগিয়ে যাবে। আলমাছ উদ্দিনের মতো খেলা ধুলায় পৃষ্টপোষকতা করতে সমাজের ভিত্তশালী ও ক্রীড়ানুরাগীদের এগিয়ে আসার আহ্ববান জানান তিনি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930