সর্বশেষ

» সপ্তম ধাপে মঙ্গলবার ১০ পৌরসভায় ভোট

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: সপ্তম ধাপে দেশের ১০টি পৌরসভায় আগামী মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমে।  শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা।  ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।  পৌরসভার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার কথা জানান ভোটাররা।

যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলা, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও চাঁপাইনবাবগেঞ্জর চাঁপাইনবাবগঞ্জ।  এদিকে, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

ভোটাররা জানান, যারা উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দেবেন তারা। তরুণ ভোটাররা জানান, জীবনের প্রথম ভোটটি এমন প্রার্থীকে দিতে চান যিনি সব সময় তাদের পাশে থাকবেন।

 

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রার্থীরা নির্বিঘ্নভাবে প্রচারণা চালাচ্ছেন। কোথাও থেকে কোন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31