সর্বশেষ

» বাংলাদেশ কমিউনিটির ফ্রান্স টুর্সের পক্ষ থেকে বাংলাদেশী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

প্রবাস চেম্বার ডেস্ক:: বিদেশের মাটিতে কাজকে সবচেয়ে বেশী মূল্যায়ন দিয়ে ভ্রতৃত্বের বন্দনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটির ফ্রান্স তুর Tours এর পক্ষ থেকে বাংলাদেশী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বাংলাদেশ সময় রাত ১১টায় নিউলিটা কনফারেন্স হলে এ অনুষ্টান সম্পন্ন হয়।

অনুষ্টানটি বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স Tours এর সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্তে ও
সাধারণ সম্পাদক মুজাক্কির লোদী ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম হাসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের ভাইস প্রেসিডেন্ট এবং ওফিওরার সম্মানিত প্রেসিডেন্ট রাব্বানি খাঁন (ফ্রঁন্সে আভেক রাব্বানি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স Tours এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া সানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির তুর Tours এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা তারেক আহমদ , উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব রবিন পাটোয়ারী, আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান,সিনিয়র সহ-সভাপতি শরিফুল সিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মুনোয়ার, আজাদুর রহমান, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইউছুফ হোসাইন , সাংগঠনিক সম্পাদক আরিফ শাহারিয়ার বাবর , সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ , বুরহান উদ্দিন , সহ প্রচার সম্পাদক ফারহাতুল হাসান অম্লান , সহ ক্রীড়া সম্পাদক জামান আহমেদ , সদস্য সাব্বির আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ বলেন সংগঠন ঐক্যভাবে এগিয়ে যাচ্ছে সামনে যেন এভাবে আগাতে পারে এবং বাংলাদেশকে আরো ফোকাস করার লক্ষ্যে কাজ করে যাব।

প্রধান অতিথির বক্তব্যে রাব্বানী খাঁন বলেন, বংলাদেশ কমিউনিটি তুরের সংগঠক ও সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন যে তুর শহরের প্রবীণরা উদ্যোগ নিয়ে কমিটি গঠন করায় আজকে একত্রিত হয়ে সবাই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরেছেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান , তিনি সবাইকে পরামর্শ দেন যে সবাই ফরাসি ভাষা শিখেন , এবং এই বছরে যারা ডিপ্লোমা অর্জন করেছেন এবং ভবিষ্যতে যারা পরিক্ষা দিবেন তাদের প্রতি শুভকামনা জানান , এবং আরো পরামর্শ দেন যে কিভাবে ফ্রান্সের ভাষা সহজভাবে আয়ত্তে আনা সম্ভব এবং সহজভাবে ডিপ্লোমা অর্জন করা যায় এরকম বিভিন্ন পরামর্শ দেন, এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটি তুরের পাশে থাকার আশা ব্যক্ত করেন,

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930